প্রকাশিত: Sun, Jul 16, 2023 10:58 PM
আপডেট: Mon, Jan 26, 2026 3:36 AM

[১]সরকারের কাছ থেকে সুষ্ঠু নির্বাচনের আশ^াস পাওয়া গেছে: মার্কিন রাষ্ট্রদূত


মাজহারুল মিচেল: [২] মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রোববার বিকেলে ডিবিসি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি ডিবিসির কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন। 

[৩] হাস বলেন, আমরা বিভিন্ন সময় সরকারের সঙ্গে বৈঠক করেছি। তারা সব সময়ই সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকারের কথা জানিয়েছেন।

[৪] তিনি বলেন, আইনের শাসন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মত প্রকাশের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্র ও মানুষের অধিকারের মূল ভিত্তি। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার মাধ্যমে আমরা আমাদের গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষার মূল্যবোধকে সম্মিলিতভাবে সমুন্নত রাখি। 

[৫] তিনি বলেন, ভোট দেওয়ার জন্য নির্বাচনে যাওয়া, দুর্নীতি প্রকাশ করা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা কিংবা একটি সাধারণ কারণে শান্তিপূর্ণভাবে সমাবেশ করা- এসবের মাধ্যমে মানুষ ও বেসরকারি সংগঠনগুলো প্রতিদিন গণতন্ত্রের মৌলিক নীতিগুলোকে প্রাণবন্ত করে তোলে ও রক্ষা করে।

[৬] এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাগরিক ও বহুত্ববাদী সুশীল সমাজের সমালোচনামূলক ভূমিকায় যে কোন দেশের মানবাধিকারের কথা উঠে আসে।

[৭] তিনি বলেন, সাংবাদিকদের অবশ্যই হয়রানি, ভীতি বা সহিংসতার ভয় ছাড়াই বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে করতে হবে।   সাংবাদিকদের অবশ্যই তথ্যে প্রবেশাধিকার থাকতে হবে এবং তথ্যের সূত্রগুলোর সুরক্ষা দিতে পারতে হবে।

[৮] তিনি সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব